সম্প্রতি জানা গিয়েছে যে, সিজান নামক সুন্দর বালকটি বউয়ের সন্ধানে আছে। ঐশী নামক একটি গরু(ও এমনে মানুষ🙄) সিজানকে খুবই পছন্দ করে জেনেও সিজান তাকে বোন বানিয়ে দিল যেটার কোনো মানেই হয় নাহ। সিজান ভিতরে ভিতরে কেউ একজনকে পছন্দ করে কিন্তু সে বলতে ইচ্ছুক নাহ। সিজান-ঐশীর জুটি তোহ আজকে সালাউদ্দিনও বুঝল। কিন্তু পরে দিয়ে রাকা আর সিজানকে কেন ( couple) বলল এটা হজম হয় নাই। যাক, সিজানের মতো ভালো ছেলের বউ কে হবে সেটি জানতে চোখ রাখুন “ঐজান(ঐশী-সিজান) নিউজে”