সীমানায় কষ্ট ……. ঝিনাইগাতী , শেরপুর ।

নিজস্ব প্রতিবেদক,(ঝিনাইগাতী , শেরপুর )
ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের কোলঘেঁষে বাংলাদেশ সীমানায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম ছোটগজনী।শীতের শুষ্ক মৌসুম শুরু হতেই এখনে চলছে পানির জন্য হাহাকার।এলাকায় হস্তচালিত নলকূপ থেকে পানি তেমন উঠছে না।অপরদিকে মেটো কুপের পানি স্তর অনেক নীচে নেমে গেছে। তাও আবার কিছুটা তুললে শুকিয়ে যায়। ফলে পানির সংকটতো বটেই গৃহস্থালি কাজের জন্যও প্রয়োজন মাফিক পানি মিলছে না।এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় মাটির নিচে পাথর; তাই নলকূপ স্থাপন করা যায় না। তবে রিংটিউবয়েল বসানো সম্ভব। কিন্তু রিংটিউবয়েল বসানোর সামর্থ্য এলাকাবাসীর নেই।শুষ্ক মৌসুমে গ্রামবাসীকে এভাবে বাহির হতে আনা পানির উপরই নির্ভর করে প্রাণসঞ্চার।
ট্যাঙ্কের জমা পানিতেই মিটায় পরিবারগুলোর নিত্যদিনের ব্যবহার্য পানির প্রয়োজন।
আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে মূলত গারো, কোচ সম্প্রদায়ের বহু লোকের বাস। এবিষয়ে সুপেয় পানির সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ফেসবুক তোপার GK Tahmid ভেরিফাই এক্সপার্ট

ফেসবুজের নতুন রাজা জিকে তাহমিদ।
সে নতুন নতুন পেজ নিমিষেই ভেরিফাই করে ফেলছে।
তাকে ওস্কার দেওয়ার চিন্তা ভাবনা।

বাবা হতে চললেন চট্টগ্রামের ফেমাস গ্রুপ “the winkie bonders” এর বিশিষ্ট addminer “fazlul rabbi shaan”.দ্বিমত প্রকাশ ফ্যামেলিয়ার দের..স্ত্রীর নাম গোপন।

বিয়ের আগেই বাবা হতে চলার খবরে দ্বিমত প্রকাশ করলেন ফ্যামেলিয়ারা..কিন্তু এই খবরে খুশি তার বন্ধগণ জানালেন “aavik” নামের তার এক বন্ধু..বিভিন্ন কারণে স্ত্রীর নাম গোপন রাখলেন শান..তাছাড়া চট্টগ্রামের একটি হাসপাতালে শান এর স্ত্রীকে “winkie bonders” এর ceo “farabi ahmed sean” সহ adminer দের দেখতে আসতে দেখা যায়।

অতঃপর, চট্টগ্রামের অন্যতম ক্লাসি গ্রুপ “The Winkie Bonders” – এর C.E.O [Farabi Ahmed Seaan] বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

অবশেষে, অসংখ্য, অগণিত সংখ্যক প্রেম করার পর চট্টগ্রামের অন্যতম ক্লাসি, শত মেয়ের ক্রাশ
ফারাবী আহমেদ সিয়ান এর বিবাহের দিন ধার্য ঠিক করা হয়েছে। গোপনসূত্রে জানা গেছে যে, কিছুদিন আগে, তিনি কক্সবাজার ভ্রমণ করতে যান, ঐখানে গিয়ে এক তরুণীর উপর তিনি ক্রাশ খেয়ে উঠেন।
মেয়েটির নামঃ নাবিলা
নাবিলাকে দেখে তিনি আবেগাআপ্লুত হয়ে উঠেন। ধীরে ধীরে মেয়েটির সম্পর্কে তিনি বিস্তারিত জেনে নিলেন।
মেয়েটির বাড়ি কুমিল্লা। কক্সবাজারে পরিবারের সাথে ১ সপ্তাহের জন্য ঘুরতে আসছিলো। এরই মাঝে “সিয়ান” মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটির ফ্যামিলি উক্ত বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দেয়।
অতঃপর, এই বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর তাঁদের বিবাহ অনুষ্ঠিত হবে।
সিয়ানঃ সবাইকে আমার বিয়ের দাওয়াত রইলো। আর আমার সকল এক্স গফ কেও বিয়েতে ইনভাইট করতেছি। সবাই আসবেন কিন্তু_____

“উপহার নয়,
দোয়াই কাম্য”……

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভাঙ্গচুর।

ঢাকা: পূর্ব ঘোষণা না দিয়েই ঢাকা-সৈয়দপুর ফ্লাইট বাতিল করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা নভো এয়ারের কাউন্টারে ভাংচুর চালায় বিক্ষুদ্ধ যাত্রীরা।
বিস্তারিত পরে জানাবো।।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভাঙ্গচুর।

ঢাকা: পূর্ব ঘোষণা না দিয়েই ঢাকা-সৈয়দপুর ফ্লাইট বাতিল করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা নভো এয়ারের কাউন্টারে ভাংচুর চালায় বিক্ষুদ্ধ যাত্রীরা।