হাজার মেয়ের ক্রাশ বশির মিয়ার ছেলে রাব্বি

যখন কোন মেয়ে একটি ছেলের উপর ক্রাশ খায়….
সেই ক্রাশ সাধারণত খুব কঠিন টাইপের ক্রাশ হয়। মেয়েটি বেশিতে বেশি তাঁর দুই বেস্ট ফ্রেন্ডের সাথে এই ক্রাশ খাওয়ার বিষয় শেয়ার করে।

সে ক্রাশ খাওয়ার পর এমন সব কর্মকান্ড করে….
যাতে যে ছেলের উপর সে ক্রাশ খেয়েছে,
সে ছেলে ঘুণাক্ষরেও বুঝতে না পারে।
মেয়েটির অদ্ভূত সব কর্মকান্ডে ছেলেটির ধারণা হয় কোন কারণে সে মেয়েটির দুই চোখের বিষে পরিণত হয়েছে…!

সবচেয়ে বড় সমস্যা,
মেয়েরা ক্রাশ খেলে সে ব্যাপারটা সরাসরি কখনো কোন ছেলেকে জানাতে পারে না….
মেয়েটি ছেলেটিকে যখন পছন্দ করতে শুরু করে,
তখন ছেলেটির ছোট-খাটো সব ভুল তাঁর নজরে পড়তে শুরু করে….
ছেলেটি সিগারেট খেলে সেটাকে সে খুব বড় একটি অপরাধ ভাবতে থাকে।
ছেলেটি অন্য কোন মেয়ের সাথে কথা বললে মেয়েটি কাউকে না জানিয়ে রুম বন্ধ করে কাঁদে…
সাধারণ মেসেজের রিপ্লাই দিতে দেরী করলে সপ্তাহ খানেকের জন্য কথা বলা বন্ধ করে দেয়।

যেহেতু ছেলেটি জানে না মেয়েটি তাঁকে পছন্দ করে…. তাই সে নিজের মতোই চলতে থাকে।
ছোট-বড় নানান কারণে এক সময় মেয়েটির ভালোবাসা কমতে থাকে।
এবং এক পর্যায়ে গিয়ে ক্রাশও হারিয়ে যায়।

যেসব ছেলে ভাবে…
কোন মেয়ে কখনো তাঁর উপর ক্রাশ খায় নি,
তাঁর ধারণা ভুল।
মেয়েরা ক্রাশ খায়।
কিন্তু সব কথা লুকিয়ে রাখে…
এই কারণেই নিজের পছন্দের ছেলেটাকে বেশিরভাগ সময়েই তারা পায় না…
দীর্ঘ আফসোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *