জীবন। নন্দিত অভিনেতা। সাত মাস বিরতির পর সম্প্রতি ‘ভালোবাসি এলএলবি’ ছবিতে অভিনয় শুরু করেছেন তিনি। অনন্য মামুন পরিচালিত এই ছবির মাধ্যমে শুটিংয়ে ফেরা, দেশীয় চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
সাত মাস পর অভিনয়ে ফিরলেন। কেমন লাগছে? অনেক দিন পর চিরচেনা জায়গায় পা রাখলে যেমন লাগে, তেমনই অনুভূতি হচ্ছে। আমরা কেউ তো ভাবিনি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কাজকর্ম ফেলে ঘরে বসে থাকা ছিল একেবারেই অপ্রত্যাশিত। করোনার কারণে পৃথিবীজুড়ে যখন এ অবস্থা, তখন মানুষ কীভাবে বেঁচে থাকবে, সেটাই ছিল চিন্তার বিষয়। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মৃত্যুর হার প্রায় আগের মতোই আছে। তারপরও আমাদের শুটিংয়ে ফিরতে হচ্ছে। হয়তো আগামী এক বছর কাজ না করলেও আমার কিছু যাবে-আসবে না। কিন্তু যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেখানকার মানুষগুলো কেমন আছে, এ কথাও ভাবতে হয়েছে। কাজ না থাকায় অনেকে অসহায় হয়ে পড়েছেন। তাদের কথা ভেবেই ঝুঁকি নিয়ে শুটিংয়ে ফেরা।
শুটিং নেই, ঘরের বাইরে যাওয়াও ঝুঁকিপূর্ণ- এমন পরিস্থিতিতে সময় কেটেছে কীভাবে?
শুটিং না করলেও কাজ কিন্তু থেমে থাকেনি। চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে নতুন সব পরিকল্পনা সাজিয়েছি। এ ছাড়া পরিচালক অনন্য মামুনের ‘ভালোবাসি এলএলবি’র জন্য প্রস্তুতি নিতে হয়েছে। নিয়মিত শরীরচর্চাও ধরে রেখেছিলাম। ভালোবাসি চরিত্রে নিজেকে আরও পরিণত অভিনেতা হিসেবে তুলে ধরতে চাইছি বলেই এত কিছু করা। এ ছবিতে দর্শক নতুন এক জীবন আবিস্কার করতে পারবেন বলেই আমার ধারণা।