বাইক চালিয়ে এভারেস্ট জয় করলেন গলাচিপার আসাদুজ্জামান সাগর

ছোট বেলা থেকেই মটর বাইকের প্রতি ছিল তার এক ভালবাসা। যখনই সময় পেতেন তখনই বাইক নিয়ে নেমে পরতেন অজনা গন্তব্যে। বাইকের প্রতি তার এতই ভালাবাসা যে, পকেট মানির টাকা জমিয়ে, বন্ধুদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে তেল কিনতেন।
কিছুদিন আগেও সে একা একা বাইক নিয়ে বেরিয়ে পরে। ইচ্ছা ছিল বাইক নিয়ে নতুন কিছু করার। তো যেই ভাবা সেই কাজ। শত ভয় আর বিপত্তি নিয়েও সিদ্ধান্ত নিলেন বাইক চালিয়েই এভারেস্ট এর চূড়ায় উঠবেন।
৪ দিন ভিক্ষা করে ১ লিটার পেট্রোল কিনে বেরিয়ে পরলেন এভারেস্ট জয় করতে।
টানা ২০ মিনিট বাইক চালিয়ে ভুং চুং এলাকার ভিতর থেকে, চাপামারা গ্রামের পাশ দিয়ে বাইক চালিয়েই উঠে যান এভারেস্ট ওয়াবদা তে!!
তার এই দারুন জয়ের কথা শুনে আমরা ৩ দিন পাগল ছিলাম। মানুষিক ভারসাম্য রিস্টার্ট হবার পর আমরা আসাদ ভাইয়ের বাসায় যাই, এবং পিয়াজের শরবত খেতে খেতে তার এই সাফল্যের কথা শুনি।