দীর্ঘদিন ধরে অসামাজিক ভিডিওর প্রতি আসক্ত মিরসরাইয়ের দিদার। যে কোনো স্থানে সে এসব ভিডিও দেখার অভ্যাস তার পুরণো। আজ রবিবার হঠাৎ সে সমিতির হাট বাজারে তার সিম্পনি মোবাইলে ইয়ারফোন ব্যবহার করে অসামাজিক ভিডিও দেখছিলো, কিন্তু সাউন্ড বাড়ানোর সাথে সাথে সে বুঝতে পারলো সে হেডফোনের জ্যাকটা জায়গামতো ঢুকায়নি। কিন্তু তা লাগানোর পূর্বেই জনগন সে আওয়াজ শুনে ফেলে। সাথে সাথে তার অসামাজিক কার্যকলাপের কারণে গণধোলাইয়ের স্বীকার হয় সে।