হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ‘রবিন চৌধুরী’ নামের এই ছেলেটি। তার ঘরে বিদ্যুৎ নেই। কিন্তু থেমে থাকেনি তাে অদম্য প্রতিভা। সিগারেটের আলোতে পড়ালেখা চালিয়ে যান এবং জিপিএ ৫ পান। তিনি বলে তিনি এই আলোতে সারা দেশকে আলোকিত করতে চান।
channel 34 news. Com