সমাজে সহজ সরলতা ভাল মানুষের লক্ষণ হিসাবেই ধরা হয়। যে মানুষ যত ভদ্র সহজ সরল হবে সমাজে তার পজিটিভ ধারণা ততোটা উর্ধ্বে। কিন্তু এই সহজ সরলতা ভাল মানুষ হিসাবেই চলতে গিয়ে এখনো মিললো না রিয়াদের মতো একটা ভাল ছেলের গার্লফ্রেন্ড। এটা নিয়ে তিনি খুবই চিন্তিত বলে চ্যানেল৩৪ কে জানান।
তিনি আরও জানান, তার বন্ধুবান্ধব, তার বয়সের পাড়ার প্রতিবেশী সবাই কম বেশি প্রেম করে এমনকি অনেকেই বিয়ে ও করেছেন বলে জানান তিনি। এবং
চ্যানেল৩৪ কে দেয়া সাক্ষাৎকারে তিনি স্থানীয় ভাল চরিত্রের মেয়েদের এগিয়ে আসার আবেদন জানান।।