শুক্রবারে পরিবারের ছোট ছেলেরা বাসায় কাজের ছেলের দায়িত্ব পালন করে

শুক্রবার একটা প্রতিক্ষার দিন। পুরো সপ্তাহের ব্যস্ততা ঝেড়ে ফেলে একটুখানি নিজের মত করে কাটানোর একটা দিন। সাধারণত এই দিনে বাসার সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমায়। শুধু বাড়ির ছোট ছেলেরা বাদে !

বাড়ির বড় ছেলেরা চাকরি করে, এজন্য আজকের দিনে তারা পরিবারের সবার কাছ থেকে আলাদা ভালোবাসা পায়। পুরো সপ্তাহ তারা বাসার বাইরে বাইরে থাকে, এজন্য শুক্রবার দিনট‍া তারা পরিবারের সবার সাথে আমোদ-প্রমোদ ও ফূর্তি করে সময় কাটায়।

কিন্তু ছোট ছেলেরা যেহেতু পুরো সপ্তাহে বাড়িতে থাকে, তাই শুক্রবার দিনট‍া তাদের কাছে অন্য আট-দশটা দিনের মতই। বাসার যত টুকিটাকি কাজ, সবই তাদেরকে করতে হয়। ডিম ভাজতে হয়। চা বানাতে হয়। বারান্দা থেকে লুঙ্গি এনে সুন্দর করে ভাঁজ করে যার যারটা তার ‍তার ড্রয়ারে রেখে আসতে হয়। কখনো কাপড় আয়রন করতে হয়। আবার কখনোবা লন্ড্রির দোকানে কাপড় দিয়ে আসতে হয় বা গত সপ্তার কাপড় রিসিভ করে নিয়ে আসতে হয়।

সকালের নাস্তা সবার কাছে পৌছে দিতে হয়। ময়লাওয়ালাকে ময়লা দিতে হয়। কাঁচাবাজারে গিয়ে বাজার করে আনতে হয়। বাজার থেকে ভালো দেখে দুন্দুল সহ অন্যান্য তরুতরকারী কিনতে হয়। বুয়াকে শাসন করতে হয়। বাসায় ভাতিজা (বড় ভাইয়ের ছেলে সন্তান) থাকলে তার ড্রায়পার খুলে নতুন ড্রায়পার পরাতে হয়। বাসার কারো কিছু খেতে চাইলে ছোট ছেলেদের বাইরে গিয়ে খাবার আনতে হয়।

মোটকথা শুক্রবারে বাড়ির ছোট ছেলেরা বাড়িতে কাজের ছেলের দায়িত্ব পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *