প্রচন্ড কনকনে শীত, তার উপর রাতে মোবাইলে ইন্টারনেট ইউজ করার নেশা দুটোই যেন এক শিকলে বন্দি। এরকম কথা বলে দুঃখ প্রকাশ করলেন সিলেটের যুবক সাকিব। প্রচন্ড ঠান্ডা থেকে রেহাই পেতে কম্বল কিংবা লেপের নিচে নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে তার ফেসবুক কিংবা পাবজি কোনোটাই ইউজ করতে পারেন না বলে জানিয়েছেন। তার চোখ ছিল অশ্রুসিক্ত এবং তার এই দূর্দশা দেখে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভারী হয়ে এসেছে সিলেটের বাতাস।