বিগত কয়েক মাস ধরে তালু নামক ফুটফুটে বালকটি “লুলু” নামক মায়াজালে পেচ খাই গেসে। তাকে এত্ত বুঝানোর পরও তার একটাই দাবি – “লুলু চাই,লুলু চাই”। কিন্তু লুলু জানেই নাহ যে তালু তাকে চাই। এই এক তরফা ভালোবাসার কি পরিণতি হবে বলে মনে হয়? লুলুর প্রতি তার ভালোবাসা তালুকে এতই মাতাল করেছে যে সে সারাদিন একটা গানই গায়-” মাতাল হয়ে হিসু(ইসু তথা তালুর বন্ধু) করব দেয়ালে,লুলু এসে সাফ করবে কাল সকালে”
জানতে চোখ রাখুন- লাড্ডু নিউজে