তার সমস্যাগুলো হচ্ছে সে শুধু মিঙ্গেলদের উপরই ক্রাশ খায়। তার এই কুদৃষ্টি থেকে রেহাই পায়নি টিচাররা পর্যন্ত। এই কনকনে শীতে নাকি তার রাতে একা থাকতে কষ্ট হয়। পরিবারকে এই কষ্টের কথা নানাভাবে বুঝাতে চাইলেও কেউ বুঝতে চাইনা। তাই সে সিদ্ধান্ত নিয়েছে পড়াশোনা করবে না। কারণ সে জানে পরীক্ষায় খারাপ করলে যে তাকে বিয়ে দিয়ে দিবে। এটাই তার একমাত্র পরিত্রাণের উপা।