চট্টগ্রাম নগরের হাজী মোহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষনের একটি মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তের নাম মোঃসোহেল হাসান (২৪)। অনার্স ৪র্থ বর্ষ।মামলার রজ্জুতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তকারী ঐ ছাত্র বেশ কিছুদিন পূর্বে নগরীর ডি.সি হিলে বিবাদীর সাথে পরিচয় হয়ে নাম্বার প্রদানের মাধ্যমে, মেয়েটির সাথে প্রেমের অভিনয় করে অতঃপর একাধিক বার ধর্ষণ করে। চকবাজার থানার এস আই আব্দুল মন্নান জানান অভিযুক্ত আসামি বন্ধুর ব্যাচেলর বাসাই নিয়ে গিয়ে ধর্ষন করেন মেয়েটিকে। প্রয়োজনীয় আলমত সংগ্রহ করা হয়েছে। অতি দ্রুত আসামি সোহেল হাসান কে গ্রেপ্তার করা হবে। মামলা নং :২৩৪।