মশার কয়েলের আলোতে লেখাপড়া করে জিপিএ ৫ পেলো মাগুরার সামিউল হাফিজ।
বাতি কেনার টাকা ছিলোনা সামিউলের। কিন্তু দারিদ্র্যতা অদম্য এই মেধাবী সামিউলকে দমিয়ে রাখতে পারেনি। মশার কয়েলের মৃদু আলোতেই সারারাত লেখাপড়া করে জিপিএ ৫ ছিনিয়ে আনলো
মাগুরার মোহাম্মদপুর থানার সামিউল হাফিজ।