বিয়ানীবাজারের কসবা গ্রামের ছেলে জুবের হোসেন বর্তমানে কাতারে আছেন। ভালোই দিন যাচ্ছিল। চাকরি,পরিবার,প্রেমিকা নিয়ে অনেক সুখে দিন কাটছিল তার। হুট করে একদিন দেখা গেল ফেইসবুকে ছাব্বিশটা ফটো আপলোড করেছেন। যেখানে ক্যাপশন লিখা ছিল ‘ফিলিং পেইন’। তার কাছে যখন জানতে চাওয়া হলো এত সুখি মানুষ আপনি, কি হলো হঠাৎ করে। তিনি জানালেন প্রেমিকার সাথে ব্রেকাপ হয়েছে। কোন ভাবে কষ্ট সামলে উঠতে পারছেন না। তখন তিনি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেল্ফি তুলতে শুরু করলেন এবং ব্রেকাপের কষ্টও কমতে শুরু হলো।