নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়ের ছবি টানা একবছর ধরে আপলোড করে গিনেজ বুকে নাম লিখিয়েছেন বাংলাদেশের মেয়ে মহুয়া।
সূত্র জানায়, গেল বছরের এপ্রিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহুয়া। রাজধানীর একটি পার্টি সেন্টারে পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়। একাধিক আলোকচিত্রী সে অনুষ্ঠান কাভার করেন। সেই ছবিগুলো তিনি একদিনে আপলোড না করে একটা একটা করে একবছর ধরে আপলোড করে যাচ্ছেন। আর এভাবেই তিনি পৌঁছে যান এক অনন্য উচ্চতায়।
সেদিনের অনুষ্ঠান কাভার করা একজন আলোকচিত্রীর সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিবেদকের। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি প্রথমে লজ্জায় পড়ে গিয়েছিলাম। এ কেমন ক্লায়েন্ট, একবছর ধরে ছবি আপলোড দিচ্ছে। এখন অবশ্য গর্ববোধ করছি।’
মহুয়ার একাধিক ফেসবুক বন্ধুর সঙ্গেও কথা হয়েছে আমাদের প্রতিবেদকের। তারা জানান, ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে অনেকেই মহুয়াকে আনফলো করে দিয়েছেন। তবে গিনেজ বুকে নাম উঠার খবরে তারা আবার ফলো করতে শুরু করেছেন।
মহুয়ার বিয়েতে উপস্থিত ছিলেন এমন একজন অতিথী বলেন, ‘আজ একটি আনন্দের দিন। আমি তার বিয়ের প্রতিটি ছবিতে ভালোবাসা রিঅ্যাক্ট দিয়েছি। সুতরাং এটা আমার জন্য অনেক গর্বের।’
মুঠোফোনে মহুয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে মহুয়া এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘২০০ মানুষকে দাওয়াত দিয়ে খাইয়েছি। এ টাকার উসুল করতেছিলাম আমি। কিন্তু আজ এত উচ্চতায় চলে যাব স্বপ্নেও ভাবিনি।’
‘যারা লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ বলেন মহুয়া।