বাগিছা ক্রিড়া সংঘ কতৃক আয়োজিত রাত্রিকালীন ঘরোয়া শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর জমকালো ফাইনাল সম্পন্ন।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দুই শক্তিশালী দল বাগিছা রকেট একতা সংঘ বনাম তোফান একতা সংঘ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন ১৯ নং সমিতির হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর সম্মানিত মেম্বার জনাব নুরুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃদিদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী জনাব মোঃ মোজাহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন।
উক্ত খেলায় বাগিছা রকেট সংঘকে হারিয়ে ফাইনালে জয় লাভ করে তোফান একতা সংঘ।