ফেনী কম্পিউটার ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলা থেকে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করার জন্য এখানে আসে।ইনস্টিটিউটে 2019 সালে ছাত্রলীগ কমিটি গঠন করা হয় কিন্তু অনিয়মের কারণে তা আবার বর্জন করা হয়।বর্জন করার পর 2020 সালে আবার নতুন করে কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির প্রধান চারজন পোস্ট হওয়া ছাত্রবৃন্দ হল
সভাপতি: (মোহাম্মদ ওয়ান ভূঁইয়া ) 7সেমিস্টার ডি এন টি শাখা। সাধারণ সম্পাদক: (মোঃ ফাহাদুল ইসলাম ফাহিম )6 সেমিস্টার সি এস টি শাখা।এবং আশরাফুল ইসলাম ফাহিম এবং রাইসুল ভূঁইয়াকে ক্রমানুযায়ী 1 ও 2 নাম্বার সহসভাপতি পদ দেয়া হল।জেলা ছাত্রলীগ সভাপতি শেখ ফিরোজ,কম্পিউটার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল রাকিব উল্লাহ,ও সি এস টি বিভাগীয় প্রধান এর সভাপতিত্বে কমিটি গঠন করা হয়।আশা করা যায় উক্ত কমিটির সকল ছাত্রবৃন্দ কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না করে অত্র ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।