এক দূর্দান্ত পারফরম্যান্স নিয়ে যাত্রা শুরু করা তরুন প্লেয়ার সাগর নিজের ৪র্থ ম্যাচে ২য় রাউন্ডে মুখোমুখি হয় ২০১৬ সালের চ্যাম্পিয়ন হাজলং চাকমার সাথে। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিল হাজারো দর্শকবৃন্দ। জয় পরাজয়ের মধ্যে শেষ পর্যন্ত জয়ী হয় সাগর। খেলাটি গড়ায় একবারে শেষ পয়েন্ট পর্যন্ত। শেষ পর্যন্ত জয় অব্যাহত রাখে সাগর। আর এরই মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হাজলং টুর্ণামেন্ট থেকে চিটকে পড়ে যায়৷
সাগরের সাথে আমাদের রিপোর্টারের এক বিবৃতিতে সাগরের এই জয়ের পিছনে কার অবদান জানতে চাওয়া হলে তিনি বলেন তার এই কৃতিত্ব শুধু একা তার না তার জীবনসাথী শারমিন এর। তার এই অবদানের পিছনে রয়েছে শারমিন নামের একজন। সাগর আরো বলেছেন তার এই জয় সে শারমিনকে উৎসর্গ করতে চায়।