মোহাম্মদঃ পারভেজ (২২) হাটহাজারী উপজেলার, নন্দীরহাট বাজারের একজন ছোট ব্যাবসায়ী, ভ্রমন পিপাসু ও আড্ডাপ্রিয় ব্যাক্তিত্ব, ছোটবেলা হতেই পরোপকারী ছিলেন, সবার উপকারে তিনি এগিয়ে যান, কাউকে তিনি ফিরিয়ে দিতে পারেন না, এভাবে তার ব্যাবসাতে বাকী আর ধার দিতে দিতে তিনি কষ্টের সাগরে ডুবছেন, অতছ, অনেক টাকা থেকেও আজ তার একাউন্টে কোনো টাকা নেই, যাদের কাছে টাকা পাবে, তারা দিবে দিবে বলেই ঘুরাচ্ছেন, সরলতার সুযোগ নিচ্ছেন।
তিনি যাদের উপকার করে এসেছেন, তাদের আজ কোনো খবর নেই।
আমি ব্যাক্তিগত ভাবে পারভেজ ভাইকে চিনি, তার সাথে বহুবার আমার দেখা হয়েছিলো, দুনিয়াতে ভালো মানুষের দাম নেই তা আবারো প্রমাণিত হলো।