সাহিত্য জগতে নিজেকে গরিবের হিমু দাবি করছে ফারুক ফাহিম ওরফে গাট্টি। নিজেকে হিমু দাবির পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কিছু লেখা কপি করে ওইগুলা হুমায়ুন আহমেদ এর নামে চালিয়ে দিতেও পিছ পা হচ্ছেন না তিনি। তিনি বলতে চান, সাহিত্য তার অবদান হুমায়ুন আহমেদও স্বীকার করে কুল পায় না।