নাসা হ্যাক করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রামের সায়েদ

একটু ক্রিমি বেশি থাকলেও ছোট বেলা থেকেই ছেলেটি ছিলো খুব ভদ্র স্বভাবের। গুরুজনকে সম্মান করতো। অবসর সময়ে বন্ধুদের সাথে সময় কাটাতো। লেখাপড়ায়ও তুলনামুলক ভালই ছিলো। তারপর একদিন সে ভার্চুয়ালে আসে। ফেসবুক চালাতে চালাতে তার মনে নাসা হ্যাক করার স্বপ্ন জাগে। তারপর থেকে সে নিজেকে পাল্টে ফেলে। আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানো কমিয়ে দেয়। শুরু করে নাসা হ্যাক করার প্রচেষ্টা। সারাদিন মোবাইল হাতে নিয়ে, লেখা-পড়া কমিয়ে দিয়ে একরকম সাইকো টাইপের জীবনের দিকে পা বাড়ায় একটু একটু করে।

লোকচক্ষু ফাঁকি দিয়ে, অলিতে-গলি, চিপায়-চাপায় বসে একই সাথে গার্লফ্রেন্ড এবং এই ধরনের সাইকো মিশন পরিচালনা করতে পারে খুব কম জনেই।

সায়েদ আমাদের চট্টগ্রামের গর্ব। বাংলাদেশের গর্ব।

এগিয়ে যাও সায়েদ। আমরা আছি তোমার পাশে।

#নাসা_হকার_সায়েদ❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *