এদিকে ভারতে নাগরিক আইন (NRC) নিয়ে উত্তেজনা চরমে, এরইমাঝে উত্তেজনা ছড়িয়ে পরেছে প্রতিবেশী বাংলাদেশে, ভারত সিমান্তবর্তী ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার নটবর উরফে ‘ন্যাটা’ নামক এক যুবককে অনেকে ভারতীয় বলে দাবী করছে। এই বিষয় জেলা প্রশাসনক ধন মিয়াকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।