চট্টগ্রামের বিভিন্ন এলাকাই সক্রিয় কিশোর গ্রুপ!
আর এইসব কিশোর গ্রুপ এর পিছনে রয়েছে বড় ভাইদের হাত! যার কারণে প্রশাসন এর ধরা চোয়ার বাইরে তারা!
এই রকম একজন কিশোর সন্ত্রাস রয়েছে নগরীর চান্দঁগাও এলাকায়! নাম তার অস্ত্র সাঈদ (২০)!
বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই সাঈদ! দিনদুপুরে অস্ত্র হাতে নিয়ে বিভিন্নরকম চাঁদা দাবি করা, মানুষকে মারধরকরা, খুন খারাপী এইসব তার পেশা! এছাড়া বিভিন্ন জাইগাই তার গ্যাং এর ছেলেবেলে রয়েছে এবং সেই রাজনীতির সাথেও সক্রিয়। ওমরগণি এম ই এস কলেজ এর ছাত্র হলেও রাজনৈতিকভাবে সেই নাছির গ্রুপ করে!
বিভিন্নরকম বড় ভাইদের সহযোগিতার কারণে প্রশাসন এর ধরাচোয়ার বাইরে সাঈদ।
ইতিমধ্য বিভিন্ন অভিযোগ পাওয়ার পর আলাপআলোচনা করে প্রশাসন এর কাছে জোরদাবি জানানো হয়েছে! অতিশিগ্রই গ্রেফতার করবেন জানিয়েছেন পুলিশসুপার!