দারোয়ান এর সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে বাসা ছেড়ে পালিয়ে গেছেন মুনিরা। গত ১ লা জানুয়ারি দুপুর ৩ টার সময় বাসা থেকে কাউকে না জানিয়ে বের হয়ে যান মুনিরা। এরপর নিচে খোজ নিয়ে জানা যায় যে তিনি তাদেরই বাসার দারোয়ান কুদ্দুস মিয়ার সাথে বের হয়ে গেছেন। তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি। তার রুমে খোঁজ নিয়ে একটি চিরকুট পাওয়া যায় যেখানে তিনি কুদ্দুস মিয়ার সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছেন। কুদ্দুস মিয়ার সাথেও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনিও উত্তর দেননি। মুনিরার পরিবার নোয়াখালি পুলিশ থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন। বাসার অন্যান্য বাসিন্দা দের থেকে জানা যায় যে, ২০১৮ সাল থেকেই কুদ্দুস এবং মুনিরার প্রেম চলছে। তাদেরকে প্রায়ই পার্ক এবংহ শপিং মলে এক সাথে দেখা যেত। পরিবার একথা টের পেলে মুনিরাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মুনিরা রাজি হয়নি। তাই তিনি তার ভাগ্যকে হাতে রেখেই কুদ্দুস এর সাথে পালিয়ে নতুন জীবনের পথে রওনা হন। আরও জানা যায় যে, মুনিরা নোয়াখালীর এবং কুদ্দুস বরিশালের স্থানীয়। এতো বাধা বিপত্তির মাঝেও তারা কীভাবে প্রেমে জড়িয়ে পড়ে তা আসলেই বিস্ময়ের বিষয়।