সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ এর দুই ছাত্রী আন্নিসা আর তাসপিয়া। প্রায় ৫ বছরের বেস্ট ফ্রেন্ড তারা। যেকোন পরিস্থিতি হোক না কেন তারা কখনো একে অপরকে দোষ দিত না। তাদের বন্ধুত্ব ছিন্ন হত না। কিন্তু সম্প্রতি তাসপিয়া একটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। তার প্রেমিক মদ ব্যাবসা ও মাদক দ্রব্য পাচার এর সাথে জড়িত। কয়েকটি ধর্ষন মামলার অভিযোগ ও রয়েছে। এর জন্য আন্নিসা তাসপিয়া কে অনেক বার মানা করে সম্পর্ককে যেতে। তাসপিয়া না শোনায় ফ্রেন্ডশিপ শেষ করতে বাধ্য হন আন্নিসা। এবং ব্লক মারেন। তিনি আরও জানান তার বেস্টফ্রেন্ড দের মাস পর পর ই বয়ফ্রেন্ড চেঞ্জ করত।