জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইফ ও পুষ্পিতা। এটি সাইফের ৩য় ছবি। আগের দুইটি ছবিই মুক্তির জন্য অপেক্ষাকৃত। তার প্রথম ছবিতে নায়িকা হিসেবে আছেন পিয়া বিপাশা এবং দ্বিতীয় ছবিতে আছেন মেহজাবিন। আর নাম ঠিক না হওয়া এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে নতুন নায়িকা পুষ্পিতা।
বাংলা ছবির দিন বদলে এবার সত্যিই পরিবর্তন আসতে যাচ্ছে! জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এই ব্যাপারে বলেছেন, ‘এই ছবিতে বিদেশ থেকে উন্নতমানের সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করা হবে। স্পেশাল এফেক্ট থাকবে হলিউড পর্যায়ের। ছবির গল্প অসাধারণ। এই জুটি দর্শকের মনে নতুন আগমনী নিয়ে আসতে যাচ্ছে।’
এই ছবি টি আগামী ঈদে মুক্তি পাবে।