নিজের ২০তম জন্মদিন উপলক্ষে, বড় একটা খাঁসি জবাই দিয়ে বন্ধু-বান্ধব ও তাঁর ৭টা গফ নিয়ে কেট কাটবে বলে খবর পাওয়া গেসে।আজ রাত ১১.৫৯ মিনিটে কেট কাটা হবে ভোলা পৌরসভা চত্বরে,গত ২দিন আগেই খাঁসি ক্রয় করে প্রচার করে বেড়াচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেসে।তাঁর জন্মদিনে খাঁসিময় শুভেচ্ছা জানাচ্ছে সাংবাধিক ফোরাম।