হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় এর ছাত্র
তাকলিম রাফি গত শুক্রবার বিকাল ৫ গটিকার দিকে তার বন্ধুদের কাছ থেকে পকেট মার করতে গিয়ে ধরা খায়।গন্তব্যস্তলে তাকে পিটুনি দেওয়া হলে তাকে এখন হাটহাজারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শুনা যায় যে সে সুস্থ হয়ে ওঠার পর তাকে কোর্টে চালান করানো হবে।