ঢাকার খিলক্ষেত এলাকায় রিফাত নামের এক কিশোরকে গোসল না করায় বাসা থেকে মাঝরাতে বের করে দিয়েছে তার পরিবার। তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ মাস ধরে গোসল করে না ওই ব্যাক্তি! পরে তার শরীর থেকে পঁচা গন্ধ বের হওয়ায় পরিবারের সবাই মারধর করে তাকে বের করে দেয়। এর আগে একই ব্যাক্তিকে পর্নে আসক্তির কারনে বাসা থেকে বের করে দিয়েছিল পরিবার।