বর্তমান সময়ে গণিত শব্দটি শুনলে শিক্ষার্থীরা কেমন জানি ভয় পেয়ে উঠে।শিক্ষার্থীদের এমন ভীতি দূর করতে নোমান স্যার আগামীকাল শুক্রবার রাফিন প্লাজার চতুর্থ তালায় এক বিশেষ সেমিনারে ক্লাস দিবেন। তাছাড়াও সেদিন নোমান স্যারের ম্যাথ=পানি বইটির মোড়ক উম্মোচন করা হবে।উল্লেখ্য যে,সেমিনারে উপস্থিত ছাত্র-ছাত্রীরা ৫০% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে।