তাহমিদ সাকিব নামে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তার সহপাঠীদের দ্বারা ট্রিট দেওয়ার চাপে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরছেন বলে জানা গেছে। উনি এখন গায়ে চাদর জড়িয়ে সবসময় আতঙ্কিত থাকেন কখন কোনো আদম সন্তান এসে বলবে “ভাই ট্রিট”। তাকে সাংবাদিক জিজ্ঞেস করলে তিনি তার কষ্টের কথা জানান। আবার এই ট্রিট নামক অপসংস্কৃতি বন্ধের জন্য তিনি জাতিসংঘের কাছে সাহায্য কামনা করছেন।