চট্টগ্রামের চান্দঁগাওে শীর্ষ সন্ত্রাসী সাঈদ্দে আত্নগোপনে। অনেক বার অভিযান চালানোর পরও খোঁজ পাওয়া যাচ্ছে না তার।
তার এক সহযোগী গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গ্রেফতার হলেও খুজে পাওয়া যায়নি সাঈদ কে!
বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই সাঈদ! দিনদুপুরে অস্ত্র হাতে নিয়ে বিভিন্নরকম চাঁদা দাবি করা, মানুষকে মারধরকরা, খুন খারাপী এইসব তার পেশা! এছাড়া বিভিন্ন জাইগাই তার গ্যাং এর ছেলেবেলে রয়েছে এবং সেই রাজনীতির সাথেও সক্রিয়। ওমরগণি এম ই এস কলেজ এর ছাত্র হলেও রাজনৈতিকভাবে সেই নাছির গ্রুপ করে!
এছাড়া তার বিরুদ্ধে নগরীর পাচলাইশ থানাই একটি মামলা হয়েছিল। নগরীর পাচলাইশ সুন্নিয়া মাদ্রাসা এলাকার মাঠে ক্যান্টরমেন্ট পাবলিক এর ২য় বর্ষের ছাত্র আসিফ কে বেধড়ক মারধর ও ইঠ পাটকেল ও চুরি মেরে ছিল সাঈদ্দে ও তার গ্রুপের ১৫ জন ছেলে, এই ঘটনার জের ধরে আসিফ বিগত একবছর আগে একটি মামলা দায়ের করেছিল। মামলা করার পরও প্রশাসন নিরব ছিল। এরপরও আসিফ সংবাদ প্রচার করে সি প্লাস চ্যানেলে! পরবর্তীতে আসামি সাঈদ তার বিভিন্ন বড়ভাইদের সহযোগিতায় প্রশাসন এর ধরাচোয়ার বাইরে থাকে।
তার বিরুদ্ধে এই পর্যন্ত ৪ টি মামলা ও ৯ টি অভিযোগ দায়ের করা আছে ৩টি থানাই ।
#তারমধ্যে প্রথম মামলা আসিফকে হত্যার চেষ্টা!
(পাচলাইশ থানা – বাদী আসিফ )
#দ্বিতীয় মামলা ওমর গণি এম ই এস কলেজে পুলিশ এর সামনে অস্ত্র বের করে ছেলেদের ভয় দেখানো ( খুলশী থানা – বাদী পুলিশ)
#তৃতীয় মামলা নগরীর জি সি মোর এলাকায় সাদিয়াছ কিচেন নামের রেস্টুরেন্টে ভাঙচুর।
(খুলশী থানা – বাদী মামুন)
# চতুর্থ মামলা নগরীর চান্দঁগাও যুগীপাড়া এলাকায় ৩০ জন এর দলবল নিয়ে ৪২ টি দোকান ভাঙচুর চালাই তারা! ( চান্দঁগাও থানা – বাদী দোকানদার ও ঔ এলাকার শুভ নাত)
এছাড়া চাঁদাবাজি, জায়গা দখল, মারধর এইসব বিষয়ে ৯টি অভিযোগ রয়েছে!
বিভিন্ন গোপন সূত্রে আমরা তার অস্ত্র সহ ছবি কালেক্ট করতে পেরেছি।
পুলিশ এর সাথে যোগাযোগ করার পর তারা জানিয়েছেন অভিযান রীতিমত চলছে। আমরা ইতিমধ্যে তার বিভিন্ন রকম অপকর্মের ছবি ও প্রমাণ যোগাড় করে রেখেছি ।
যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে গ্রেফতার করবো।
উপ-কমিশনার উওর ( বিজয় বশাক)
সিএমপি!