কামুক এক্সপ্রেশন দিয়ে গিনেজ রেকর্ড করলেন মিউজিসিয়ান অনিক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গতকাল নিজের ফেসবুক টাইমলাইনে কামুক এক্সপ্রেশনের প্রোফাইল পিকচার দিয়ে গিনেজ বুকে নাম উঠালেন তরুণ মিউজিসিয়ান আহনাফ খান অনিক।

আজ সকাল গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে ইমেইল পেয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টির জানিয়েছেন আহনাফ খান অনিক।

আহনাফ খান অনিক বাংলা ফাইভ, লিমোনেড এবং দ্যা আরমিন মুসা ব্যান্ডের গিটারিস্ট।

হঠাত কেন এমন কামুক এক্সপ্রেশনের ছবি ফেসবুকে দিলেন জানতে চাইলে তিনি জানান, “এই ছবিটা আমি ২০১৫ সাল থেকে ক্রমাগত আপলোড দিচ্ছি। কিন্তু কখনো খুব বেশি মার্কেট পায়নি। কিন্তু গতকাল রাতে আপলোড করার পর ভিন্নতা লক্ষ্য করলাম। সবাই হাহা রিয়াক্ট দিয়ে ভড়িয়ে দিচ্ছে। আমার আশাহত মনে আশার সঞ্চার হলো। সকাল বেলা ঘুম থেকে উঠে আমি একটা মেইলের মাধ্যমে আমার রেকর্ড গড়ার বিষয়টা জানতে পারি। ”

বিভিন্ন গনমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার মাধ্যমে আজ সারাদিনের ব্যস্ততা কাটছে বলেও জানান তিনি।

অনিকের এ অর্জনে তার বন্ধু মহলে শুরু হয়েছে ঠান্ডাযুদ্ধ। অনিককে ভালো বন্ধু বলে অনেকেই দাবী উঠিয়েছে এবং প্রমানের চেষ্টাও চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনিকের এলাকার ছেলে বন্ধু জানায়, ” অনিক আমার ছোটবেলার বন্ধু। আমি চাই অনিক এমন এক্সপ্রেশন আমাদেরো শিখাবে”।

অনিকের এ কৃতিত্বে পরিবারের কোন অবদান আছে কিনা জানতে চাইলে পরিবারের সদস্যের বরাত দিয়ে একজন জানায়, “এসব কাজে আমরা কখনো অনিককে উৎসাহ দিতাম না। এর সবই ওর নিজের অর্জন।”

এমন এক্সপ্রেশনের অনিকের সাথে এখন অনেক নারীই প্রেম করার জন্য উঠে পড়ে লাগতে পারে বলে আশংকা করছেন তার ব্যান্ডমেডরা।

এ ধরনের আশংকা নিয়ে অনিক কি ভাবছে জানতে চাইলে তিনি কিছু বলেন নি। শুধু মুচকি মুচকি হেসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *