এসাইনমেন্ট নকল করতে গিয়ে ধরা খেয়ে বিপদে ইউল্যাবের অমি আর তাসিন।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ( ইউল্যাব) এর ১৮৩ তম ব্যাচের মেধাবি ছাত্র ফাহিমুজ্জামান ( আইডি ; ১৮৩০১৪০৬৭) এসাইনমেন্ট নকল করতে গিয়ে ধরা খায় একই ইউনিভার্সিটির ২ জন শিক্ষার্থী । ধরা খাওয়া পর ভার্সিটির অন্যান্য ছাত্ররা তাদের মারধর করে ভিসির কাছে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পযন্ত তারা আর কারো এসাইনমেন্ট নকল করবে না বলে ছাড়া পায়।

এবিষয়ে ভিসির কাছে প্রশ্ন করা হলে ভিসি সেই প্রশ্নের কোন জবাব দেয়নি। অপর দিকে সেই একই বিষয় নিয়ে ফাহিম কে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের জবাবে বলেন , “যারা এই কাজটি করেছে তারা আমারই বন্ধু। আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না । ”

এই বিষয় নিয়ে ভার্সিটির ক্যাম্পের খরম হয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, কে করেছে এই কাজ।

উল্লেখ, সেই অপরাধী ২ জনের পরিচয় হলো, তার ( ফাহিম) এর দুই বন্ধু। একজনের নাম অমি ( আইডি ; ১৮৩০১৪০৩০), অপর জনের নাম তাসিন ( আইডি; ১৮৩০১৪০৪৭)। তারাও ১৮৩ তম ব্যাচের শিক্ষার্থী। তার মধ্য অমির নাকি স্নেহা নামের একটা মেয়ের সাথে পরিচয় ছিল। মনে মনে সে ভালোবাসত কিন্তু তা আর বলা হয়নি। এখনো সে স্নেহার জন্য অপেক্ষা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *