দীর্ঘ ৪ বছর প্রেম করেছেন আরিফ ও সাকি।
সাকি মনপ্রান দিয়ে ভালবাসলেও আরিফ সাকির সাথে অভিনয় করে গেছেন। সাকির সাথে প্রেম করা অবস্থায় আরিফ অন্য মেয়েদের সাথে লুতুপুতু শুরু করেন। যতটুকু জানা যায় আরিফ সাকির সাথে টাইম পাস করছেন।
এক সূত্রে জানা যায় আরফি নাকি হুদাই সাকিরে ছেড়ে চলে গেছেন।তার নাকি এই মেয়েকে দিবে হবে না।
সাকি বলেন” এখনো আরিফ কে মিস করি,অর জন্য কি না করেছি, হাত কেটেছি,ঘরে মাইর খাইছি।কিন্তু সে বুঝল না।এখনো ভালবাসি আরিফ কে।
ফ্যামিলি মেনে নিবে না বলে আরিফ সাকি কে ছেড়ে চলে যায়।
আরিফ কে হারিয়ে সাকি অনেক দিন ধরে ডিপ্রেশনে আছেন।
অমর থাকুক ভালবাসা সাকির।আরিফের বিচার আল্লাহ করবেন।