এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জল হারালাম। যে জন দিবসে মনের হরষে জ্বালায় প্রেমের বাতি। আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। প্রেমহীন এ জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হতো। ভালোই ছিলাম তোকে ভালো না বেসে তোর প্রেমের বলি হলাম আমি অবশেষে।