৩১ডিসেম্বর রাতের পার্টিতে গাজা না খেতে চাওয়ায় ২ বন্ধুকে খুন করে ফেললো চট্টগ্রামের রুবায়েত।

নগরীর হামজারবাগ এলাকায় অবস্থিত গ্রিন ভিউ ১নং সড়কে ঘটলো এই ঘটনা।পথচারীদের ভাষ্যমতে,খুনী রুবায়েতে ওরফে দাদা (১৭) রেলবিট এলাকায় তার বন্ধুদের সঙ্গে ৩১ ডিসেম্বরের রাতের আয়োজন পরিকল্পনা করার সময় গাজা আনার প্রস্তাব রাখে।কিন্তু অন্য বন্ধু মুত্তাকিন হোসেন তূরাগ (১৮) ও হুসাইন মুহাম্মদ আকিব (১৮) বাঁধা দেয়।কথা কাটাকাটির এক পর্যায়ে রুবায়েত ওরফে দাদা (১৭) তার ঘর থেকে একটি চাইনিজ কুড়াল নিয়ে এসে মুত্তাকিন হোসেন তুরাগ (১৮) ও হুসাইন মুহাম্মদ আকিব (১৮)-কে এলোপাতাড়ি কোপাতে থাকে।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তারা মারা যায়।পুলিশের ভাষ্যমতে তারা হত্যাকাণ্ডে ব্যবহার করা চাইনিজ কুড়াল তারা জব্ধ করে এবং খুনী রুবায়েত এখন পলাতক।শীগ্রই তাকে আইনের আওয়তায় আনার ব্যবস্থা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *