এলাকায় পোলা প্রেমিক নামে খ্যাত বাবু মাস্তান।।তার থাবায় যে ছেলে পড়ছে তাকেই শেষ করেছে।কয়েকশো ছেলের সাথে হাডুডু খেলে তার এখন নজর পড়েছে এলাকা রিক্সা প্রেমিক সাজ্জাদের উপর।।।এই মধ্যেই বেশ কয়েকবার তাকে তুলে নিয়ে জঙ্গলে যাওয়ার চেষ্টা করেছে বাবু মাস্তান কিন্তু সাজ্জাদ বেঁচে আসতে সক্ষম হয়েছে।।।বাবু মাস্তানে সাক্ষাৎকার নিতে আমরা আমাদের ছেলে সাংবাদিক না পাঠিয়ে নয়ন-কে পাঠিয়েছিলাম।।বাবু মাস্তান সংবাদ মাধ্যম কে জানায় সাজ্জাদ পালিয়ে যতই রিকশার তলে যাক না কেনো তাকে সে ধরে ফেলবেই।।তার এই বক্তব্যেে বুঝাই যায় সাজ্জাদ খুব শিঘ্রই বাবুর লীলাখেলার অংশ হতে যাচ্ছে।।তবে এর বিরুদ্ধে কেউ কথা বলছে চাচ্ছে নাহ,সবাইকি বাবুকে ভয় পায়।।সে আর কত ছেলের জীবন নষ্ট করবে?