লুইচ্ছামি করতে গিয়ে শেষমেশ পুলিশের কাছে ধরা পরল নরথসউথ এর প্রবেশনে থাকা ছাত্র তানজিম ইসলাম ওরফে রনি!

বেশ কিছুদিন ধরেই গোপনে ফেসবুকের মেসেঞ্জারে মেয়েদের সাথে অশ্লিলভাবে লুইচ্ছামি করে আসছিল নরথসউথ এর প্রবেশনে থাকা বিবিএ বিভাগের শিক্ষার্থী তানজিম ইসলাম ওফরে রনি ! তার গ্রামের বাড়ি ভুরুঙ্গামারী সদর।
নউমি, সিমা, জেসমিন, রোকেয়া, জরিনা, মৌ, এমনকি তার এলাকার অনেক মেয়েও বাদ পরেনি তার কালো ছোবল থেকে!! এর আগে ভাটারা থানায় নরথসউথ এর আরেক শিক্ষার্থী আদিবা বুশরা তার নামে মামলা দিলেও তার কোনো বিচার হয়নি। তবে, এবার আরেক শিক্ষার্থী মিনহাজ আলাল লাঞ্ছনার শিকার হলে বিষয়টি আলোচনায় আসে।
অবশেষে স্নেহা চৌধুরী ও তার বন্ধু মিনহাজ আহমেদ এর ব্যাপুল প্রচেষ্টার পরে পুলিশ কমিশনার জনাব সিফাত উল্লাহ তাকে শাস্তি প্রদানের নিশ্চয়তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *