মিনহাজ মাহমুদ আর নেই,কি এমন হয়েছিল.???

মিনহাজ মাহমুদ গত ২ দিন যাবত তিনি ভীষন চিন্তিত ছিলেন, আজ দুপুর ১ঃ০০ টা নাগাদ তিনি কেরোসিন খেয়ে ফেলেন, এ ঘটনা শুনে ছুটে আসে তার সকল বন্ধুবান্ধব আত্মীয়স্বজন, তার বন্ধুরা জানান আজ নাকি তার শিশু বউয়ের জেএসসি রেজাল্ট দিছে এবং তার শিশু বউ নাকি ফেল করেছে, এই জন্যই নাকি তার এই অবস্থা, আশেপাশের বন্ধু বান্ধবদের শিশু বউ পাশ করায় ওনি সয্য করতে পারেন নাই বলে জানান তার প্রতিবেশি বন্ধু Foysal amin Novel তিনি এখন স্থানীয় সদর হাসপাতালে ভর্তি আছেন,ডাক্তার জানান ওনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত…।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *