সুশীল,নম্র-ভদ্র একজন ছেলে সামির।কিন্তু এলাকার কিছু বকাটে ছেলে এবং তার বন্ধু-বান্ধব মিলে তাকে মিথিলার বিগ ফ্যান বলে অপবাদ দিচ্ছে গত কয়েকমাস যাবত (মিথিলার লিংক বের হওয়ার পর থেকে)।কিন্তু এই ভদ্রলোক কখনো তা মানতে রাজি নন,তাই তিনি এই অপবাদ আর সহ্য করতে না পেরে পাড়ি দিয়েছে পাচার দেশ নোয়াখালীতে।বাংলাদেশের মানুষকে লিংক নিয়ে ব্যস্ত থাকতে বলেছেন তিনি।তিনি আরো বলেছেন নোয়াখালী থেকে বিয়ে করার আশংকা বেশি।