প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার কারনে ঠান্ডা পানি মারার হুমকি দিলো সাকিবকে যাকে(এলাকার নেতা) হিসেবে সাবাই ছিনে😑
প্রতিবারের মত এবারও প্রেমের প্রস্তাব না করে দিলেন সাকিব। কিন্তু এবারের মেয়েটি মানতেই রাজি না। “সাকিব যদি রাজি না হয় তাহলে আমি ওকে ঠান্ডাপানি মারবো” বলে জানিয়েছে মেয়েটি! যদিও সাকিব(এলাকার নেতা) এসবকে পরোয়া না করে সামনেও সিংগেল থাকতে চাই বলে জানিয়েছেন।