সাতকানিয়ায় এই প্রথম বাইকার্স গ্রুপ গঠন করা হলো।এই গ্রুপের এডমিন হিসেবে রয়েছেন দক্ষিন চট্টগ্রামের সেরা বাইকার মোহাম্মদ আরিফ।এর আগেও আরিফ বিভিন্ন বাইকার গ্রুপের সাথে যুক্ত ছিলেন এবং সফল একজন গ্রুপ এডমিন হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছ।এই ব্যপারে আরিফ আমাদের কে জানান,তার অনেক দিনের ইচ্ছে আজ সফলভাবে হতে চলছে এবং তিনি আরো বলেন আমি বাইক প্রেমিক ভাই,বোনদের গ্রুপে এড হয়ে সাথে থাকার অনুরোধ জানান।সাতকানিয়া বাইকার গ্রুপের একজন সদস্য এবং কেরানীহাট অপ্পো মোবাইল কোম্পানির জি,এম সাইফুল খান আমাদেরকে জানান সাতকানিয়া এই রকম একটা বাইকার গ্রুপ হওয়াতে তিনি খুব আনন্দিত এবং সবাইকে সাবধানে বাইক চালানোর পরামর্শ দিয়েছেন।