বান্দরবানে গিয়ে বউ খোঁজছেন ছদাহার ছেলে বেগুন আরিফ!

নিজস্ব প্রতিনিধিঃ- চট্টগ্রামের সাতকানিয়ার অন্তর্ভুক্ত ছদাহা ইউনিয়নের অধিবাসী আরিফুল ইসলাম আরিফ ওরফে বেগুন আরিফ প্রকাশ জামাই আরিফ বান্দরবানে গিয়ে বউ খোঁজছেন!!
পরিবারে একাধিকবার বিয়ে জন্য চাপ দিলেও তার পরিবার বিয়ের বয়স হয়নি বলে প্রত্যাখ্যান করে। পরিবারে অমতে নিরবে বউ দেখা চালিয়ে যান এই হতাভাগা জামাই আরিফ!!তার(আরিফ) জন্য বউ দেখার জন্য সে তার ঘনিষ্ঠ বন্ধুদের চাপ দিতে থাকে এবং ঘটক নিয়োগ করেন।
এই বিষয়ে জানতে চাইলে,তার বন্ধু শফিকুর ইসলাম এই প্রতিবেদককে জানান,বিষয়টি সত্য! পরিবার তার মানসিক ও শারীরিক অবস্থা বুঝার চেষ্টা করছে না বলেই আরিফের এই পথ বেচে নিতে হয়েছে,আমরা আরিফের পাশে আছে

তার রুমমেট মাশরুর ইসলামের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে,তিনি বলেন,আরিফ আমার রুমমেট ঠিকই,কিন্তু বিয়ের জন্য হা-হুতাশ করতেন প্রায়শই!!
ডাবল চোকি আর ডাবল বেড-বালিশ নিয়ে প্রায় হা-হুতাশ করতেন।এবং আফসোসের সহিত আমাকে বিষয়টি খুলে বলেছে।

এইদিকে তার বউ দেখার সফরসঙ্গী মির্জা শাহনেওয়াজ সাগরের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *