মিন্নীর দায়িত্ব নিতে চাই সাকিব

বরগুনার রিফাত হত্যার প্রধান আসামি নয়ন বন্ডের মৃত্যুর পর মিন্নীর দায়িত্ব নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন এলাকার যুবকগন। আমাদের বাঁশখালী প্রতিনিধির মাধ্যমে যানা যায় বাঁশখালীতে মিন্নিকে বিয়ে করা নিয়ে তর্ক_বির্তকের এক পর্যায়ে ৩ বন্ধুর মধ্যে মারামারি হয়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদিকে আমাদের সাতকানিয়া প্রতিনিধি জানায় যে, সাতকানিয়ার বিভিন্ন এলাকায় কিছু যুবক নাকি মিন্নীকে বিয়ে করতে আগ্রহী। খোঁজ নিয়ে জানা৷ গেছে এদের মধ্যে অনেকেই নাকি বিবাহিত। এমন-ই একজন ব্যাক্তির সাথে কথা বলেন আমাদের সাতকানিয়া প্রতিনিধি। পাঠকদের জন্যে তাদের কথোপকথনের চুম্বক অংশটি তুলে ধরা হল।

সাংবাদিক- ভাই, আপনার নাম কি? বাড়ি কোথায়?
” আমার নাম সাকিব,বাড়ি হচ্ছে বান্দরবানের বালা গাড়া।

সাংবাদিক- ওহ আচ্ছা, আপনি তাইলে বান্দরবানের মানুষ, তো ভাই এইখানে কি করেন।
সাকিব- আমি এইখানে এয়ারটেলের একাউন্টস হিসেবে আছি।
সাংবাদিক- ওও আচ্ছা, আমরা শুনেছি আপনি নাকি মিন্নীকে বিয়ে করতে চাচ্ছেন?
সাকিব- হ্যাঁ।
সাংবাদিক- কেন জানতে পারি?
সাকিব- দেখেন ভাই সত্যি বলতে আমার বাড়িতে বউ আছে, তবুও আমি মিন্নীর দায়িত্ব নিতে চাই। আসলে ওর চেহেরা দেখলে ভাই আমার মায়া লাগে,কষ্ট হয় মেয়েটার জন্য।
সাংবাদিক-আপনার বউ কি সেটা মেনে নিবে?
সাকিব- আমার মনে হয়না আমি মিন্নীকে পাব, যদি পেয়ে যায় তাইলে বউকে তালাক দিয়ে মিন্নীকে বিয়ে করব।
সাংবাদিক- ধন্যবাদ ভাই, আমরাও চাই আপনি যেন মিন্নীকে না পান, একটার মেয়ের সুখ খেড়ে নিয়ে অন্যজন সুখে থাকুক সেটা আমরা চাইনা।

পাঠক দেখলেন মিন্নীকে নিয়ে সাকিবের চিন্তাভাবনা। সাকিবের মত আরো অনেকেই হয়ত এইভাবে ভাবছে। পরবর্তীতে আমরা হয়ত অন্য কাউকে নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। নিত্যনতুন খবর পেতে আমাদের সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *