বান্দরবান: টানা সাতদিনের অবিরাম বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে বান্দরবান। পাহাড়ি ঢলে ও নদীর পানিতে ইতোমধ্যে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের কয়েকটি স্থান ধসে গেছে। ফলে এখনো বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে শুক্রবার (১২ জুলাই) থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।অবিরাম বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চলের প্রায় দশ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
টানা বৃষ্টির কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড়দুয়ারা এলাকার রাস্তাটিও তলিয়ে গেছে। অবিরাম বর্ষণ অব্যাহত থাকায় নদীর পানি প্রবেশ করে শহরের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাব, বনানী সমিল এলাকা, শেরেবাংলা নগর, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাসহ কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছেএছাড়াও জেলার লামা, আলীকদম ও থানচি, রুমা উপজেলার নিম্মাঞ্চলগুলোও প্লাবিত হয়েছে। বিভিন্ন উপজেলায় ছোট ছোট পাহাড় ধস ও সড়ক তলিয়ে যাওয়ায় জেলার সাথে সকল উপজেলার আন্তঃসংযোগ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।