গতকাল কেরানীহাট-বান্দরবান সড়কে অভিযান চালিয়ে ১০কেজি গাজা সহ গ্রেপ্তার করা হয় সাকিব নামের এক যুবককে। পরে খুজ নিয়ে জানা যায় তার বাড়ি বান্দরবানের বালাঘাটায় এবং সে এয়ারটেলের ডিস্ট্রিবিউশন অফিস কে.টেলিকমে কোষাধ্যক্ষ পদে নিয়োজিত আছে। এব্যাপারে সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।