বার্মা সীমান্তে রোহিঙ্গা তরুণীর ছবি তোলার ঘটনায় সাইফুল কারাগারে !!

রোহিঙ্গা তরুণীর ছবি তোলার ঘটনায় সাইফুল কারাগারে….

ডেক্স নিউজঃ১৩/০৬/১৯
বার্মা সীমান্তে বহুল আলোচিত রোহিঙ্গা নারীর
ছবি তোলার দায়ে মামলার অন্যতম আসামী ছদরবদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা,উপজেলার জাতীয়পার্টির সদস্য ও
বার্মায় একাধিক মামলার আসামি ও বার্মা আরকান (বিএবি) বাহিনীর সক্রিয় সদস্য এবং সীমান্তের ফটোগ্রাফার।
ফটোগ্রাফি ব্যবসায়ীদের গডফাদার হিসাবে পরিচিত “সাইফুল খান”(৩২) ওরফে (অপ্পো সাইফুল) কে এবং তার অপ্পো মোবাইল
এফ ১১ প্রু সহ অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু ছবি প্রচার নির্যাতন দমন আদালতে হাজির করে,আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করিলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে তাকে বার্মা কারাগারে র্প্রেরনের নির্দেশ প্রদান করেন বলে আদালত সূত্রে জানা গেছে।সে ইউনিয়নের নুনু মিয়ার ছেলে।

তার ঘনিষ্ঠ বন্ধু হোন্ডা আরিফ এবং সৌদি প্রবাসী মনজুর আলমের সূত্রে জানা যায়,সম্প্রতি সাইফুলের নেতৃত্বে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা নারী কে ভুলবাল বুঝিয়ে ৪/৫ টা ছবি তোলে। ছবি তোলা শেষ করে সাইফুল বার্মা সীমান্তেের পরিতাক্ত একটা বাড়ীতে নিয়ে এসে ছবি গুলো কে এডিটিং করে জঘন্য ঘটনার জন্ম দেয়।
উক্ত ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে উক্ত এডিটিং ছবির ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠলেও তার কালো টাকার পাহাড়ের কাছে রোহিঙ্গা নারীর এডিটিং করা ছবি ম্যানেজ হয়নি বলে জানা গেছে। পরে ওই রোহিঙ্গা নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত ধর্ষন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা জমির উদ্দিন হিমেল এবং এসআই আরিফ ফারহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
উক্ত রোহিঙ্গা নারী ছবি তোলার আরো এক মুল পরিকল্পনাকারী ডুবাই কামরুল ও বাকী আসামীদের পালিয়ে যেতে সহযোগিতাও করেছে সাইফুল।তার গ্রেপ্তারের খবর বার্মা সীমান্তে ও রোহিঙ্গা ক্যাম্পসহ সর্বত্রে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃস্বাস ফিরে আসে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *