পৃথিবীর সকল বাবাকে জানাই “বাবা দিবস” এর শুভেচ্ছা।ভালো থাকুক সকল বাবা, সুস্থ থাকুক সকল বাবা।
“রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানির সাগিরা”
হে আল্লাহ, আমার মা-বাবাকে সেভাবেই রাখো, শিশু অবস্থায় ওঁরা যেভাবে মায়া-মমতা এবং যত্নে আমাকে আগলে রেখেছিলেন, আমিন।
আমার তো প্রতিদিনই বাবা দিবস।
বাবাকে নিয়ে কি লিখবো ভাষা খুজে পাই না। কোনো কিছু লিখে সন্তানের প্রতি বাবার অবদানের কথা বর্ননা করা যাবে না। বাবা যে আমাদের মুখের হাসির জন্য, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সব ইচ্ছা পুরনের জন্য সারা জীবন নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তাকে নিয়ে কিছু লিখার সাহস আমার নাই!! আমার জীবনে যদি কনো পূর্ণময় কাজ করে থাকি তবে তার বিনিময়ে যেনো আল্লাহ আমার বাবা-মাকে ভালো রাখেন, তাদের হায়াত দান করেন। আমীন